মার্কিন ড্রোনে ‘আগুনের ফুলকি’ ছুড়ল রুশ যুদ্ধবিমান

0

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মাঝআকাশে মার্কিন একটি ড্রোনকে লক্ষ্য করে আগুনের ফুলকি ছোড়ার অভিযোগ উঠেছে রাশিয়ার যুদ্ধবিমানের বিরুদ্ধে। এতে ওই ড্রোনের পাখা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন মার্কিন বিমানবাহিনীর মধ্যাঞ্চলের প্রধান লেফটেনেন্ট জেনারেল অ্যালেক্স গ্রানকেচ। তিনি এক বিবৃতিতে বলেছেন, “গত রবিবার রাশিয়ার যুদ্ধবিমান বিপজ্জনকভাবে মার্কিন ইউএস এমকিউ-৯ ড্রোনের কাছাকাছি চলে আসে। এরপর খুব কাছে থেকে আগুনের ফুলকি ছুড়ে মারে। ওই সময় ড্রোনটি আইএসআইএস বিরোধী অভিযানে নিয়োজিত ছিল।”

তিনি বিবৃতিতে আরও বলেছেন, রুশ বিমানের এমন বিপজ্জনক কর্মকাণ্ডে সিরিয়ায় আইএসআইএস বিরোধী মার্কিন অভিযান বিঘ্নিত হচ্ছে। তিনি সিরিয়ায় অবস্থিত রুশ বাহিনীকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন।

এ বছরের মার্চে কৃষ্ণসাগরের ওপর জ্বালানি ছুড়ে যুক্তরাষ্ট্রের একটি ইউএস এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করে রুশ যুদ্ধবিমান। ওই সময় এ ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। এর চারমাস পর আবারও মাঝআকাশে রুশ বিমানের হেনস্তার শিকার হয়েছে মার্কিন ড্রোন। সূত্র: সিএনএন, বিবিসি, আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here