যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেদেশের সরকারি জাহাজ পানামা খাল দিয়ে কোন রকম টোল ছাড়ায় চলাচল করতে পারবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এএফপি।
বুধবার স্টেট ডিপার্টমেন্টের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানানো হয়েছে, পানামা খাল পার হতে যুক্তরাষ্ট্রের সরকারি জলযানগুলোর জন্য আর কোনো মাশুল ধার্য না করতে পানামা সরকার সম্মত হয়েছে। এর ফলে বছরে যুক্তরাষ্ট্র সরকারের মিলিয়ন ডলার ব্যয় কমবে।
এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও’র পানামা খাল বিষয়ক প্রতিশ্রুতির প্রথম সরকারি ঘোষণা। রবিবার পানামা কর্তৃপক্ষের সাথে আলোচনা চলাকালে রুবিও বলেছিলেন, পানামা মার্কিন জাহাজের ব্যাপারে ছাড় দেওয়ার কথা বলেছে।
আলোচনায় রুবিও পানামা কর্তৃপক্ষকে বলেছিলেন, পানামা খালকে রক্ষার জন্য সেখানে আমেরিকার অবস্থান গ্রহণ ভাল দেখায় না; এমনকি মার্কিন জাহাজের টোল দেওয়ার ব্যাপারটাও অশোভনীয়।
নভেম্বরের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খাল পুনরুদ্ধারে শক্তি প্রয়োগের কথা বলেছেন। তখন ডোনাল্ড ট্রাম্প এবং রুবিও পানামা খালে চীনা বিনিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। তবে পানামা খালে চীনা কার্যক্রমের ব্যাপারটা পানামা অস্বীকার করেছে। -বাসস