মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে রুশ গোয়েন্দা প্রধানের ফোনালাপ

0

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান জন র‍্যাটক্লিফের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ান ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের (এসভিআর) প্রধান সের্গেই নারিশকিন। তারা তাদের সংস্থাগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে একমত হয়েছেন।

বুধবার রাশিয়ার সংবাদ প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

খবরে বলা হয়, বেশ কয়েক বছর পর প্রথমবারের মতো সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ ও এসভিআর প্রধান সের্গেই নারিশকিন মঙ্গলবার ফোনালাপ করেছেন। 

ফোনালাপে তারা তাদের গোয়েন্দা সংস্থাগুলো মধ্যে ‘নিয়মিত যোগাযোগ’ বজায় রাখতে একমত হয়েছেন, যাতে বৈশ্বির স্থিতিশীলতা ও নিরাপত্তায় বজায় রাখা যায় এবং মস্কো-ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের দ্বন্দ্ব হ্রাস করা যায়।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, নারিশকিন এবং র‍্যাটক্লিফ ‘পারস্পরিক স্বার্থের ক্ষেত্র এবং সংকট পরিস্থিতি সমাধানের ক্ষেত্রে’ দুটি সংস্থার মধ্যে সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here