মার্কিন গুচ্ছ বোমা ব্যবহার করলেই ইউক্রেনের ‘সর্বনাশ’, পুতিনের হুঁশিয়ারি

0

যুক্তরাষ্ট্রের দেওয়া বিতর্কিত অস্ত্র (গুচ্ছ বোমা) ব্যবহারের ফল মোটেও ভালো হবে না বলে ইউক্রেনকে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার কাছেও গুচ্ছ বোমার যথেষ্ট মজুত রয়েছে। যদি ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া এই ধরনের অস্ত্র ব্যবহার করে, তবে তার দেশও পাল্টা ব্যবস্থা নেবে।

পুতিন দাবি করেছেন, এখনো তারা ইউক্রেনে গুচ্ছ বোমা ব্যবহর করেননি। যদিও পশ্চিমা গণমাধ্যমের খবর বলছে, ইউক্রেনে রাশিয়া যুদ্ধের শুরু থেকেই গুচ্ছ বোমা ব্যবহার করছে। ইউক্রেনও একই ধরনের অস্ত্র ব্যবহার করে আসছে রণাঙ্গণে।

ভয়াবহতা ও দীর্ঘ মেয়াদি ঝুঁকি বিবেচনায় বিশ্বের শতাধিক দেশে গুচ্ছ বোমার ব্যবহার নিষিদ্ধ। 

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, তাদের পাঠানো গুচ্ছ বোমা ইউক্রেনে পৌঁছেছে।

 

সূত্র: এপি/আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here