মার্কিন গীতিকার ও গায়ক জিমি বাফেট মারা গেছেন

0

যুক্তরাষ্ট্রের গায়ক ও গীতিকার জিমি বাফেট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। 

তার ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পহেলা সেপ্টেম্বর রাতে পরিবার, বন্ধু,  প্রিয় কুকুর ও গান ঘেরা ঘরেই শান্তিপূর্ণভাবে পরপারে পাড়ি জমিয়েছেন জিমি।’ ‘তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্তই গানময় জীবনযাপন করেছেন।’ 

বাফেট ১৯৪৬ সালে মিসিসিপির পাস্কাগৌলাতে জন্মগ্রহণ করেন। সংগীতে ক্যারিয়ার গড়ার জন্য তিনি ১৯৭০ এর দশকের প্রথম দিকে নিউ ইয়র্ক সিটিতে যান। তার প্রথম অ্যালবাম ‘ডাউন টু আর্থ’ ১৯৭৪ সালে প্রকাশিত হয়েছিল। বাফেটের কালজয়ী কিছু গানের মধ্যে রয়েছে ‘মার্গারিটাভিল’, ‘চিজবার্গার ইন প্যারাডাইস’ এবং ‘ভলকানো’। বিশ্বব্যাপী ৩০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তার এবং তিনি রেকর্ডিং একাডেমি থেকে একটি গ্র্যামি পুরস্কার এবং একটি লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার সহ অসংখ্য পুরস্কার জিতেছেন।

সংগীত জীবনে ৩০টিরও বেশি অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। 

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here