মার্কিন উপকূলে বিমান বিধ্বস্ত: নিহত ৫

0
মার্কিন উপকূলে বিমান বিধ্বস্ত: নিহত ৫

মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান চিকিৎসা সেবা স্থানান্তর মিশন পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলবর্তী জলসীমায় বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দেশটির নৌবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার

এক বিবৃতিতে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, বিমানে আরোহীদের মধ্যে চারজন নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন, যার মধ্যে একটি শিশুও ছিল। দুর্ঘটনায় দুজন বেঁচে গেছেন, তবে একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মেক্সিকান মেরিন কর্পস এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানোদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

মার্কিন কোস্টগার্ডের পেটি অফিসার লুক বেকার দ্য অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিমানে কমপক্ষে পাঁচজন মারা গেছেন, তবে তিনি কোনো যাত্রীদের শনাক্ত করেননি। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here