মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট প্রস্তাব বাইডেনের

0

প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেটের প্রস্তাব করেছেন। তিনি দাবি করেছেন, চীনের সাথে তাল মিলিয়ে চলার জন্য তিনি এই বিশাল সমারিক বাজেট প্রস্তাব করছেন। তবে বাস্তবতা হচ্ছে, পেন্টাগনের জন্য মার্কিন সরকার যে পরিমাণ সামরিক বরাদ্দ দেয়, চীন তার এক-চতুর্থাংশ ব্যয় করে। খবর পার্সটুডের।

গতকাল বৃহস্পতিবার সরকারি ব্যয় এবং উচ্চ করের জন্য বাজেট পরিকল্পনা উন্মোচন করেন বাইডেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সে হিসেবে এবারের বাজেটকে অনেকটা নির্বাচনী বাজেট হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ অর্থবছরের জন্য বাইডেন যে বাজেট প্রস্তাব করেছেন তাতে বার্ষিক সামরিক ব্যয় বাড়িয়ে ৮৪২ বিলিয়ন ডলারে নেয়া হয়েছে যা গত বছরের চেয়ে ২৬ বিলিয়ন ডলার বেশি।

মার্কিন পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণের জন্য ৩৭.৭ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হচ্ছে। এছাড়া, যুদ্ধজাহাজ নির্মাণের জন্য অজ্ঞাত পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হবে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের জন্য রাখা হয়েছে ৬০০ কোটি ডলার। উল্লেখ্য, বাইডেনের প্রস্তাবিত বাজেট চীনের সামরিক বাজেটের প্রায় চার ‍গুণ বেশি। চীনের সামরিক বজেট ২২৫ বিলিয়ন ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here