মার্কিনিদের দ্রুত রাশিয়া ছাড়তে বলল হোয়াইট হাউস

0

এবার মার্কিনিদের দ্রুত রাশিয়া ছাড়তে অনুরোধ জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যাঁ পিয়েরে’র দেওয়া এক বিবৃতিতে এমনটা জানা গেছে। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও এমন আহ্বান জানিয়েছেন।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে রাশিয়ায় বসবাসরত ও ভ্রমণরত মার্কিন নাগরিকদের দেশটি ছাড়তে বলা হয়। এর আগে, রাশিয়ায় একজন মার্কিন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সরকার গভীরভাবে উদ্বিগ্ন। 

রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি জানায়, গুপ্তচরবৃত্তির অভিযোগে তারা আটককৃত মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচ। তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী ২৯ মে পর্যন্ত কারাগারে রাখার আদেশ দিয়েছেন মস্কোর একটি আদালত।

এদিকে, সাংবাদিক ইভান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালে রাশিয়ার অর্থনীতি ও সামরিক ব্যয় নিয়ে একটি প্রতিবেদন করেছিলেন ইভান।

সূত্র : রয়টার্স ও দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here