মারা গেলেন ইন্টেলের সহ-প্রতিষ্ঠাতা গর্ডন মুর

0

মারা গেলেন ইন্টেল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা গর্ডন মুর। শুক্রবার ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার তিনি মারা গেছেন বলে ইন্টেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

মুরকে বলা হয় পিসি জগতের পথ প্রদর্শক। 

১৯৬৮ সালের জুলাই মাসে তিনি রবার্ট নয়েসের সাথে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সাল পর্যন্ত গর্ডন মুর ইন্টেল কর্পোরেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালে তিনি ইন্টেলের প্রেসিডেন্টের দায়িত্ব পান। ১৯৭৯ সালের এপ্রিলে তিনি বোর্ডের চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব পান। ১৯৮৭ সালের এপ্রিল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।

১৯৯৭ সালে তাকে ইন্টেলের চেয়ারম্যান ইমেরিটাস ঘোষণা করা হয়। তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সাবেক চেয়ারম্যান এবং আজীবন ট্রাস্টি।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here