মারা গেছেন ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু

0

নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘স্কুইড গেম’ এ অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী লি জু শিল মারা গেছেন। পাকস্থলীতে ক্যান্সারে ভুগছিলেন তিনি। লির বয়স হয়েছিল ৮১ বছর। খবর এনডিটিভির

তিন মাস আগে পাকস্থলীতে ক্যানসার শনাক্ত হয় লি জুর। এরপর সিউলের উত্তরের শহর উইজেউনবু শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
এর মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হন লি। এরপর আর ফেরানো যায়নি তাকে। রবিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই জ্যেষ্ঠ শিল্পী।
১৯৬৫ সালে অভিনেত্রী হিসেবে অভিষেক ঘটে লি জুর। থিয়েটারে কাজ করে সাড়া ফেলেন। দর্শকের কাছে পরিচিতি পান।

লি ১৯৯৩ সালে ব্রেস্ট (স্তন) ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। প্রায় এক দশক ধরে চিকিৎসার পর ক্যানসারমুক্ত হন তিনি। শারীরিক জটিলতার মধ্যেও অভিনয় চালিয়ে গেছেন লি। থিয়েটারের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্কুইড গেম’ সিরিজের দ্বিতীয় মৌসুমে সাবেক পুলিশ কর্মকর্তা হোয়াং জুন হোর মায়ের চরিত্রে অভিনয় করেছেন লি জু শিল। 

৫ ফেব্রুয়ারি সিনচনের এক হাসপাতালে লি জু শিলের শেষকৃত্য হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here