মারামারিতে জড়ানো এক শিক্ষককে বরখাস্ত, আরেকজনকে শোকজ

0
মারামারিতে জড়ানো এক শিক্ষককে বরখাস্ত, আরেকজনকে শোকজ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে মারামারিতে জড়ানো দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। মালাপাড়া ইউনিয়নের চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুনায়েদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই বিদ্যালয়ের অপর সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন জেলা শিক্ষা অফিসার তাপস পাল। 

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর দুপুরে চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দুই শিক্ষকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ১৩ ডিসেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক শিক্ষক অপর শিক্ষককে চেয়ারে ফেলে গলা চেপে ধরে রেখেছেন। এ সময় এক নারী শিক্ষকের আতঙ্কিত কণ্ঠে সাহায্যের আবেদনও শোনা যায়। প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই দুই শিক্ষকের মধ্যে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন উত্তেজনার একপর্যায়ে সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুনায়েদ অফিসে থাকা একটি ধারালো বটি দা হাতে নিয়ে হামলার চেষ্টা করেন। তখন সহকারী শিক্ষিকা ঝর্না আক্তার দ্রুত এগিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here