‘জম্বি ডিয়ার ডিজিজ’ নামে পরিচিত একটি মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। তাদের আশঙ্কা, এটি শীঘ্রই মানুষকে সংক্রামিত করতে পারে। এনডিটিভির।
বলা হয়েছে, রোগটির আসল নাম ‘ক্রনিক ওয়েটিং ডিজিজ’। এই রোগ সরাসরি পশুর মস্তিষ্ক এবং স্নায়ুতে আক্রমণ করে। এতে পশু ঝিমিয়ে পড়ে, দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, চোখে ঝাপসা দেখতে থাকে এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এই কারণে এর নাম দেওয়া হয়েছে ‘জম্বি ডিয়ার ডিজিজ’।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে প্রথম একটি হরিণের দেহে রোগটি ধরা পড়ে। যদিও তখন কানাডার স্বাস্থ্য কর্মকর্তারা বলেছিলেন, এই রোগটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এমন কোনও প্রমাণ নেই। কিন্তু সম্প্রতি আরেক গবেষণায় এই রোগে মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা গেছে।