মারাকানায় মারামারি: ব্রাজিল-আর্জেন্টিনাকে জরিমানা

0

মারাকানায় ভয়ংকর ঘটনা ঘটেছিল। দাঙ্গা ছড়িয়ে পড়েছিল গ্যালারিতে। ২১ নভেম্বর বিশ্বকাপের বাছাইপর্বের ওই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিলকে হারায়। 

আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজার সময় ব্রাজিলের সমর্থকেরা দুয়ো দিতে শুরু করলেই দাঙ্গা বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রাজিলের পুলিশ আর্জেন্টাইন সমর্থকদের ওপর লাঠিচার্জ করে। আর আর্জেন্টাইনরাও পুলিশকে চেয়ার ছুড়ে মারে। এতে আহতও হয় বেশ কয়েকজন।

স্টেডিয়ামের শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতার দায়ে বেশি শাস্তি পেয়েছে ব্রাজিল। 

ব্রাজিলের এই অর্থ বৈষম্যবিরোধী শিক্ষা প্রকল্পে ব্যয়ের নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আপাতত ফিফার বৈষম্যবিরোধী শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। জরিমানার টাকা পাওয়ার পর শিক্ষার কার্যক্রম আগামী ছয় মাসের মধ্যে সক্রিয় করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here