মারমুখী আদর আজাদ, ঈদে আসছে ‘লীলা’

0

হালের আলোচিত ঢালিউড নায়ক আদর আজাদ। আগেই আভাস দিয়েছিলেন পহেলা জানুয়ারি চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। তার যেমন কথা তেমন কাজ। ইংরেজি নতুন বছরের প্রথম দিন রাতে অন্তর্জালে প্রকাশ পায় তার নতুন সিনেমা ‘লীলা’র টিজার।

নতুন বছরে সিনেমার টিজার প্রকাশের মাধ্যমে নতুন সিনেমার ঘোষণা দিলেন এই অভিনেতা। ১ মিনিট ২৩ সেকেন্ডের প্রকাশিত টিজারে অ্যাকশন লুকে ধরা দেন ‘লোকাল’ এই নায়ক। যা দেখে আন্দাজ করা গেল, ‘লীলা’ হতে যাচ্ছে পুরোপুরি অ্যাকশন ধাঁচের সিনেমা। সিনেমাটি পরিচালনা করছেন আলোক হাসান।

এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, এই সিনেমার অ্যাকশনে দর্শক নতুন কিছু পাবেন। সেটা এরই মধ্যে সবাই টিজার দেখে বুঝেছেন। তাছাড়া এভাবে এর আগে টিজার প্রকাশ হয়নি। বরাবরই আমি চেষ্টা করছি ভিন্নভাবে উপস্থিত হতে। চলতি বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে লীলা দেখাব। আশা করছি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।

পরিচালক আলোক বলেন, মার্চ নাগাদ শুটিংয়ে যাবো। গল্পটি দুই বছর মাথায় নিয়ে ঘুরছি। এটি আমার নির্মিত প্রথম সিনেমা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে আদর আজাদকে নিয়ে ‘নাকফুল’ বানাই। সেটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি পেতে পারে।

‘লীলা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। টাইগার মিডিয়া নিবেদিত ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছে তমালিকা আকরাম। এদিকে, আদর আজাদ অভিনীত নির্মাণধীন রয়েছে ‘খেলা হবে’সহ বেশ কয়েকটি সিনেমা। তার মুক্তির অপেক্ষায় আছে ‘নাকফুল’, ‘খোয়াব’ ও ‘লিপস্টিক’ নামের সিনেমাগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here