হোটেল রেডিসনে অনুষ্ঠিত হয়ে গেলো ‘মারভেল অব টুমোরো’ শিরোনামে দেশের সেরা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের আসরে পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশ সেরা টেক ইউটিউবার স্যাম।
‘মারভেল অব টুমোরো’ ৩য় সিজনে দেশের সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের থেকে বাছাই করে সেরাদের হাতে তুলে দেয়া সম্মানজনক পুরস্কার। ২০২৩ সালে বিভিন্ন প্রতিষ্ঠান হতে টেক ক্যাটাগরিতে পুরস্কার জিতে টানা তিনবার বিজয়ী হলেন এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর।
নিজের সাফল্যে অবশ্য দর্শকদের ভালোবাসা এবং তাদের সাপোর্টের কথাই জানালেন স্যাম। বললেন, দর্শকদের ভালোবাসা এবং তাদের সাপোর্ট না থাকলে আজ কখনই এই স্থানে আসতে পারতাম না।