মায়ামিতে বেকহ্যামের সঙ্গে কেন সাক্ষাৎ করলেন নেইমার?

0

ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে আছেন নেইমার। এই ফাঁকে অবসর সময় পার করতে ভুলছেন না তিনি। এবার তাকে দেখা গেল যুক্তরাষ্ট্রের শহর মায়ামিতে। 

গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া মায়ামি ওপেন টেনিসেও একবার ঢুঁ মারেন তিনি। শুধু তা-ই নয়, সেলিব্রিটিদের সঙ্গে পার্টি করছেন নিয়মিত। এবার সাক্ষাৎ হলো ইংল্যান্ডের সাবেক ফুটবলার ও ইন্টার মায়ামি ক্লাবের একাংশের মালিক ডেভিড বেকহ্যামের সঙ্গে। সেটাই ফুটবল ভক্তদের মনে নতুন জল্পনাকল্পনার উঁকি দিচ্ছে।

তবে ভক্তদের সেই আশায় পানি ঢাললেন বেকহ্যাম। সাবেক এই ইংলিশ মিডফিল্ডার জানালেন, নেইমারের সঙ্গে কেবল নৈশভোজই করেছেন তিনি। এক ফেসবুক পোস্টে বেকহ্যাম লেখেন, ‘মায়ামিতে স্বাগতম বন্ধু (শুধু নৈশভোজের জন্য)।’

চলতি মৌসুমের শুরুতে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু এসিএল ইনজুরিতে ছিটকে যাওয়ার আগে কেবল পাঁচটি ম্যাচই খেলতে পারেন তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here