মহেশখালী উপজেলার কুতুবজোমে ইউনিয়নের মনছুর পাড়া এলাকায় কথা কাটাকাটির জের ধরে মামার দায়ের কোপে মো. কাসিম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সাড়ে বেলা ১১টার দিকে এই চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মৃত কালামিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সদর হাসপাতালের মর্গের প্রেরণের ব্যবস্থা করছে।
নিহতের এক বোন জানান, মাছধরার বোট সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে বাড়িতে মামা-ভাগ্নের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মামা গফুর মিয়া রেগে গিয়ে সেখান থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তিনি ও তার পুত্র শাকিব খান ও শাহেদ খান দা-ছুরি নিয়ে কাসিমের বাড়িতে যায় এবং কিছু বুঝে উঠার আগেই কাসিমের গলা ও কাঁধ বরাবর সজোরো দায়ের কোপ দেন গফুর মিয়া। এতে বড় ধরণের জখম হয়ে প্রচুর রক্তপাত হয়। দ্রুত তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত কাসিম ও গফুর মিয়ার দুই পুত্র ফিশিং ট্রলারে শ্রমিক হিসাবে কাজ করে। ট্রলার মালিক গফুর মিয়ার পুত্রকে ছাটাই করার সিদ্ধান্ত নেয়। গফুর মিয়ার অভিযোগ এতে নিহত কাসিমের কারসাজি রয়েছে।
কাশেমের শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে জানিয়ে নিহত কাসিমের বড় মামা জাহাঙ্গীর মিয়া বলেন, “আমার ভাই গফুর নিজেই বলেছে ছেলেদের—কাশেমের রক্ত চাই। ওরা আদেশ পালন করেছে।”