স্বল্প বাজেটে নির্মিত ‘ইট এন্ডস উইথ আস’ ছিল গত বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা । ছবিটি নির্মাণ করেন জাস্টিন বালডোনি, পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেন।
অন্যদিকে ছবির প্রধান চরিত্রে দেখা যায় ব্লেক লাইভলিকে, এটির অন্যতম প্রযোজকও ছিলেন তিনি। তবে বছরের শেষে ছবিটির দুই তারকা আলোচনায় আসেন সম্পূর্ণ ভিন্ন কারণে। প্রথমে বালডোনির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন ব্লেক।
বালডোনিও পাল্টা মামলা করেন। পরে অভিনেতা ও নির্মাতার বিরুদ্ধে আরও একটি মামলা করেন ব্লেক। কয়েক দিন ধরে হলিউড তাই কার্যত উত্তপ্ত এই মামলা ও পাল্টা মামলা নিয়ে।
গত বছরের ২১ ডিসেম্বর প্রকাশ্যে আসে বালডোনির বিরুদ্ধে ব্লেকের অভিযোগের খবর। বালডোনির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ক্যালিফোর্নিয়ার একটি আদালতে অভিযোগ দায়ের করেন ব্লেক লাইভলি।
অভিনেত্রীর অভিযোগ, সিনেমার শুটিংয়ে বালডোনি আপত্তিকর আলোচনা করেছেন ও চিত্রনাট্যের বাইরে যৌন দৃশ্য যোগ করার পরিকল্পনা করেছেন। এ ছাড়া নানাভাবে তাঁর সুনাম হানির চেষ্টা করেছেন। এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছেন বালডোনির আইনজীবী। এই ঘটনার পর হলিউডে শুটিং সেটে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ট্যালেন্ট এজেন্সি বালডোনির সঙ্গে চুক্তি বাতিল করে।
ঘটনা নতুন মোড় নেয় গত মঙ্গলবার। বছরের শেষ দিনে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস-এর বিরুদ্ধে মামলা করেন জাস্টিন বালডোনি। ২৫০ মিলিয়ন ডলারের এই ক্ষতিপূরণ মামলায় বালডোনি অভিযোগ করেন, সংবাদমাধ্যমটি মনগড়া প্রতিবেদন প্রকাশ করে তাঁর সুনাম হানি করেছে।
তবে বিবিসিকে নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিনিধি জানিয়েছেন, সাংবাদিকতার নীতিমালা মেনেই প্রতিবেদনটি প্রকাশ করেছিলেন তাঁরা।
এখানে প্রতিবেদকের নিজস্ব বক্তব্য ছিল না। নিউ ইয়র্ক টাইমস-এর বিরুদ্ধে বালডোনির মামলার কয়েক ঘণ্টার মধ্যে নিউইয়র্কের আদালতে মামলা করেন ব্লেক। অভিনেত্রীর অভিযোগ, তিনি নির্মাতার দ্বারা শুটিং সেটে যৌন হয়রানির শিকার হয়েছেন।
বালডোনি তাঁর সম্মতি ছাড়াই ছবিতে অন্তরঙ্গ দৃশ্য যোগ করতে চেয়েছেন, যা চিত্রনাট্যে ছিল না। এ ছাড়া তিনি অন্যায়ভাবে ব্লেকের সঙ্গে তাঁর স্বামীর (রায়ান রেনল্ডস) দাম্পত্য জীবনের বিস্তারিত জানতে চান। বালডোনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ব্লেক ও তাঁর স্বামীই বরং মনগড়া অভিযোগ এনে তাঁর সুনাম হানির চেষ্টা করছেন।