মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার প্রমাণ এই জনসমুদ্র: অপূর্ব

0
মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার প্রমাণ এই জনসমুদ্র: অপূর্ব

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বিয়োগে অশ্রুসিক্ত হয়েছেন দেশের সাধারণ মানুষ। আজ বুধবার ‘আপসহীন নেত্রীর’ শেষ বিদায়ে জড়ো হয়েছিলেন লাখো জনতা। এদিন মানিক মিয়া অ্যাভিনিউয়ের জানাজা ঘিরে ঢল নেমেছিল জনসমুদ্রের। 

বিষয়টি নজর কেড়েছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। তাই তো নিজের অনুভূতির জানান দিতেও ভুললেন না। খালেদা জিয়ার জানাজার কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ক্ষমতার বাইরে গিয়েও যে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়—এই জনসমুদ্র তার প্রমাণ। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকাম তথা জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।

প্রসঙ্গত, দীর্ঘ এক মাসের বেশি চিকিৎসাধীন থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। আজ বুধবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজার নামাজে ইমামতি করেন।

পরে বিকেল ৫টার দিকে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here