প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা সহ্য করা যায় না। এ ব্যাপারে সবাইকে সাবধানে থাকতে হবে।
শনিবার চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার রেল যোগাযোগের উদ্বোধন শেষে রেলস্টেশনে এক সুধী সমাবেশের আয়োজন করা করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা যাত্রীবাহী ট্রেন, বাস, লঞ্চে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারতে পারে তাদের এই ধরনের দুর্বৃত্তায়ন আমরা দেখেছি। কাজেই এদের ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে।