গান গাওয়াতে অতটা পারদর্শী নন সাকিব আল হাসান। নিজ মুখেই স্বীকার করলেন সেই কথা। তবে ‘মানিকে মাগে হিতে’খ্যাত শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি সিলভার অনুরোধ ফেলতে পারলেন না বাংলাদেশি এই অলরাউন্ডার। তাই ইয়োহানির সঙ্গে তাল মিলিয়ে গাইলেন ভারতীয় কিংবদন্তি মোহাম্মদ রাফির ‘আজকাল তেরে মেরে পেয়ারকে চার্চে’ নামক কালজয়ী গানটি।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বেশ কয়েকজন ক্রিকেটার ও ধারাভাষ্যকারকে গান গাইয়ে ছাড়ছেন ইয়োহানি। তার এই সেগমেন্টের নাম ‘সিংগিং চ্যালেঞ্জ’। সাকিবের সঙ্গে আলাপে ‘মানিকে মাগে হিতে’ গান গেয়ে ভাইরাল হওয়া ইয়োহানি বলেন, ‘যেহেতু আজকে আপনার সঙ্গে এখানে আছি, এলপিএল সিংগিং চ্যালেঞ্জ না নিয়ে আপনাকে যেতে দিচ্ছি না। আপনি কি প্রস্তুত?’ সাকিব তখন বলেন, ‘আমি প্রস্তুত নই, তবে চেষ্টা করব… জীবনে কখনও গান গাইনি…।’
শ্রীলঙ্কা সম্পর্কে সাকিব বলেন, ‘আতিথেয়তা। এখানকার মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক। এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার থাকতে পারে না। অবশ্যই এই দেশ খুবই সুন্দর। তবে এর বাইরে, আতিথেয়তাও দারুণ।’ এলপিএলে গল টাইটান্সের হয়ে তিন ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ৫৯ রানের পাশপাশি বোলিংয়ে শিকার করেছেন ৫ উইকেট।