মানিকগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ সত্তুর হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন- শহরের পূর্ব দাশড়া এলাকার মোঃ সালমান (১৯), সদর উপজেলার মিতরা গ্রামের বাসিন্দা মোঃ রাজু (৩০), সিঙ্গাইর উপজেলা মোঃ কালাম (৩৬), মোঃ কুদ্দুস বেপারী (৫৭), মোঃ হারুন (৫৫), মোঃ চান মিয়া (৩৭)।