ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জে ১ আসনে (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। আসনটি বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। আসনটি ফিরে পেতে নেতাকর্মীসহ সকল শ্রেণীপেশার লোকজন একআট্টা হয়ে মাঠে নেমেছে। সকলে ঐক্যবদ্ধ হওয়ায় বিএনপির প্রার্থী এসএ জিন্নাহ কবির রয়েছে সুভিদাজনক অবস্থানে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন আবু বকর সিদ্দিক (জামায়াত), তোজাম্মেল হক (সতন্ত্র, বিএনপি থেকে বহিস্কৃত)।
ঘিওর বাজারের ব্যবসায়ী আতোয়ার হোসেন বলেন, মানিকগঞ্জ হচ্ছে বিএনপির ঘাটি। আর এই আসনটি হলো বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের। তার আসনে যেই ধানের শীষের প্রার্থী হবে আমরা তার সাথে আছি। এখানে ধানের শীষের কোনো বিকল্প নেই। এবার সুযোগ এসেছে ভোট দেওয়ার তাই ভোট আমরা জিয়ার মার্কায় দিবো।
এস এ জিন্নাহ কবির বলেন, আমি নির্বাচিত হলে প্রথমে নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মাণ করা হবে। সেই সাথে চরাঞ্চলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সুখে দুঃখে মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

