মানিকগঞ্জে সাংবাদিকদের সাথে জাপা নেতার মতবিনিময়

0

সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এবং মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আমি লাঙ্গল প্রতীক নিয়ে প্রার্থী হতে চাই। অতীতে কিছু ভুল হয়েছে। তিনি বলেন, আমার চেয়ে যদি কোন যোগ্য প্রার্থী থাকে আপনারা তার সাথে থাকবেন। এই সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু সিংগইরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। 

আধুনিক ও উন্নত মানিকগঞ্জ-২ আসন বিনির্মাণের লক্ষে ঈদ পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময় বৈঠকি আড্ডায়  তিনি এসব কথা বলেন। আজ দুপুরে সিঙ্গাইর গোলাম সারোয়ার মিলনের বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতার মুখপাত্র ও জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক কাজী মামুনূর রশিদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। প্রাসঙ্গিক আলোচক ছিলেন গোলাম সারোয়ার মিলন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্ন করেন।      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here