মানিকগঞ্জে বিনোদনকেন্দ্রের দাবি জোরালো হচ্ছে

0

জেলার কোথাও বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিনোদনপ্রেমীরা ভিড় করছেন বিভিন্ন সেতুতে। বিশেষ করে শহরের মধ্য দিয়ে প্রবাহিত কালীগঙ্গা নদীর ওপর নির্মিত সেতুগুলোতে উপচে পড়া জনসমাগম দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নারী, পুরুষ, শিশু—বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষ এখানে ভিড় করছেন। প্রচণ্ড গরম ও ধুলাবালিতে লোকজন হাঁসফাঁস করছেন। যানবাহন ও মানুষের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ হিমশিম খাচ্ছে।

ঝিটকা থেকে নববধূ বিলকিছ স্বামীর সঙ্গে বেড়াতে এসেছেন বেউথা সেতু দেখতে। তিনি বলেন, “মানিকগঞ্জে বিনোদনের কোনো ভালো ব্যবস্থা নেই, তাই সেতুতেই এসেছি। স্বামীকে নিয়ে এখানে এসে লজ্জায় পড়েছি।”

কাজল নামে পঞ্চম শ্রেণির এক শিশু বলে, “পার্ক নেই, তাই সেতুতে এসেছি। এখানে এসে অসুস্থ হয়ে পড়েছি।”

শহরের বাসিন্দা পরিমল সাহা বলেন, “রাজবাড়ী থেকে কিছু আত্মীয় বেড়াতে এসেছে। কিন্তু তাদের নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা নেই। বাধ্য হয়ে বেউথা সেতুতে বেড়াতে এসেছি।”

স্থানীয়রা দ্রুত মানিকগঞ্জে একটি আধুনিক বিনোদনকেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here