ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। আজ বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আটজন আহত হন।
গোলড়া হাইওয়ে পুলিশ জানান, বেলা ১২টার দিকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাসের সাথে পাটুরিয়া গামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাক চালক নিহত হন। নিহতের নাম নিজাম উদ্দিন (৩০)। তার বাড়ি ভোলা জেলার জয়নগর গ্রামে। তিনি সেকেন্দার আলীর ছেলে।