মানিকগঞ্জ শহরকে যানজট মুক্ত রাখতে থ্রি-হুইলার দুই শিফটে চলাচলের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান।
এসময় শহরে চালিত বৈধ থ্রি-হুইলারে লাল এবং হলুদ রং দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়। প্রতিদিন ভোর ৬টা থেকে ১২টা এবং দুপুর ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পিক আওয়ারে এই নির্দেশনা মেনে থ্রি-হুইলার চলাচল করবে। এ নির্দেশ সঠিকভাবে পালিত হলে এই পথের চলাচলকারী জনসাধারণ এবং থ্রি-হুইলার চালকরা সুফল পাবে।