মানিকগঞ্জে তিন দিনব্যাপী ইজতেমার প্রস্তুতি জোরদার

0
মানিকগঞ্জে তিন দিনব্যাপী ইজতেমার প্রস্তুতি জোরদার

মানিকগঞ্জের পটল বিল এলাকায় আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর তিন দিনব্যাপী তা‘লিমে ইসলাম ও বিশ্ব ইজতেমা উদযাপনের প্রস্তুতি চলছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তরা স্বেচ্ছাশ্রমে দরবারের কাজ করছেন। অনেকেই দুই মাসের বেশি সময় ধরে ইজতেমার প্রস্তুতিতে নিয়োজিত রয়েছেন।

ভক্তরা জানান, হুজুরের ভালোবাসা ও দীনি শিক্ষার জন্য তারা এই কাজ করছেন। তিন দিনব্যাপী ইজতেমার প্রতিদিন শরী‘আত, তরিক্বত, হাকিক্বত ও মা‘গফেরাতের বয়ান হবে। শনিবার সকালে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে, যা পরিচালনা করবেন মাওলানা ডক্টর মুহাম্মদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী (পীরসাহেব)। ইজতেমায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনুমানিক বিশলক্ষ নারী-পুরুষ অংশগ্রহণ করবেন।

স্থানীয় ভক্ত ইয়াহিয়া টিটু বলেন, ইহকাল-পরকাল সম্পর্কে জানতে এখানে মুরিদ হয়েছি। প্রকৃত আল্লাহওয়ালা মানুষের সান্নিধ্যে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। 

নেত্রকোনার দুদুমিয়া নামে এক ভক্ত জানান, প্রায় দুই মাস ধরে দরবারের কাজ করছি। এতে মানসিক শান্তি পাই, তাই ১৮ বছর ধরে এখানে আসছি।

ময়মনসিংহের হযরত আলী জানান, দেশের বিভিন্ন অঞ্চলের শতশত মানুষ নিজের খেয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।

দরবারের সাধারণ সম্পাদক আনিছুর রহমান জানান, প্রায় একশত একর জুড়ে প্যান্ডেলের কাজ চলছে। সেখানে থাকবে ৪ হাজার ৫০০ শামিয়ানা, যা ১৫ হাজার ৫০০ খুঁটির ওপর টানানো হবে। আগত ভক্তদের জন্য ১১ হাজার ৫০০ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এবং অজু-গোসলের জন্যও রয়েছে সুন্দর সুযোগ-সুবিধা।

মাওলানা ডক্টর মুহাম্মদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী (পীরসাহেব) বলেন, টঙ্গী বিশ্ব ইজতেমার সঙ্গে আমাদের ইজতেমা সাংঘর্ষিক নয়। প্রতি বছর এখানে সকল ধর্মের লোকজন অংশগ্রহণ করেন। আমরা চেষ্টা করছি, দুনিয়াজুড়ে চলমান মারামারি ও হানাহানির থেকে মুক্তি পেতে শান্তি প্রতিষ্ঠা করতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here