মানিকগঞ্জে ড্যাবের ইফতার মাহফিল

0

মানিকগঞ্জে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর চিকিৎসক সম্মেলন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মানিকগঞ্জ জেলা পরিষদ চত্বরে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ড্যাবের মানিকগঞ্জ জেলা সভাপতি ডা. মো. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আব্দুল করিম। 

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, অনির্বাচিত সরকার বেশীদিন ক্ষমতায় থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। যত তাড়াতাড়ি দেশে নির্বাচিত সরকার আসবে ততই দেশের জন্য মঙ্গল। নির্বাচিত সরকারই দেশের উন্নয়নে সঠিক ভূমিকা রাখতে পারে।

এসময় তিনি বলেন, দেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, তাই সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. জিয়াউর বহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পিপি নুরতাজ আলম বাহার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি গোলাম আবেদীন কায়সার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here