মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজিবকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা এলাকা থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়। আজ বিকেলে র্যাব-৪ এর মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন এই তথ্য জানান।
জেলা ছাত্রদল ও র্যাব সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়। এ ছাড়াও তাদের বিরুদ্ধে সদর থানায় নাশকতার আরেকটি মামলা আছে।
র্যাব কর্মকর্তা আরিফ হোসেন বলেন, নাশকতার মামলায় ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সদর থানার পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।