মানসিক প্রতিবন্ধী নারীর কোলজুড়ে এলো কন্যা সন্তান

0

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামতৈল রেলওয়ে স্টেশনের পাশে ঝুপড়ি ঘরে বসবাস করা মানসিক প্রতিবন্ধী রোজিনার (৩০) ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছেন। সোমবার রাতে তিনি এ কন্যা সন্তানের জন্ম দেন। তবে দীর্ঘ চার বছর রোজিনার স্বামী তার কাছে না থাকায় বাচ্চাটির বাবা কে, এ নিয়ে নানা কৌতূহল সৃষ্টি হয়েছে।

প্রতিবন্ধী রোজিনা খাতুন সিরাজগঞ্জের তাড়াশ থানার রানীরহাট ইউনিয়নের বাসিন্দা।

তিনি বলেন, বাচ্চাটিকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। কারণ এই বাচ্চার বাবা কে? বাচ্চাটিকে প্রতিবন্ধী নারী লালন-পালন করবে কীভাবে?

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইবরাহিম জানান, রাতে কিছু লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। পরে নার্সদের সার্বিক সহযোগিতায় নরমাল ডেলিভারির মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয়। ভোরে প্রতিবন্ধী নারী হাসপাতাল থাকতে না চাওয়ায় স্থানীয় লোকজনই অভিভাবক হয়ে মা এবং সন্তানকে নিয়ে যায়।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা জানান, ঘটনাটি সম্পর্কে অবহিত হওয়ার পর উপজেলা সমাজসেবা অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুনকে বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে পাঠিয়ে মা ও মেয়েকে উদ্ধার করে পুনরায় হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে সন্তানটিকে দত্তক নিতে বেশ কয়েকজন আবেদন করেছে। বুধবার উপজেলা কমিটির মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে, সন্তানটিকে দত্তক দেওয়া হবে, নাকি শিশু সুরক্ষা কেন্দ্রে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here