মার্কিন যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ বসানোর অনুমতি পেল বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ী ইলন মাস্কের কোম্পানি ‘নিউরোলিঙ্ক’। বৃহস্পতিবার মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এ অনুমোদন দেয়। তবে এখন পর্যন্ত পরীক্ষার জন্য কাউকে নির্বাচন করা হয়নি। খবর আল-জাজিরার।
সংশ্লিষ্টদের মতে, এই চিপের ফলে শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। বেশ আগে থেকেই এ নিয়ে কাজ করছিল ‘নিউরোলিঙ্ক’। তারা ইতোপূর্বে শূকর ও বানরের মস্তিষ্কে নিউরালিংক ডিভাইস সফলতার সঙ্গে স্থাপন করেছে এবং এ প্রক্রিয়াকে সম্পূর্ণ নিরাপদ বলেও দাবি তাদের।
কোম্পানির নির্বাহী কর্মকর্তারও একই বক্তব্য। এ ব্যাপারে ইলন মাস্ক বলেন, এটি আপনার চুলের নিচে স্থাপন করা থাকবে। যা আপনি বুঝতেও পারবে না। এর আগে, এক প্রেজেন্টেশনে দেখানো হয়েছিল, মস্তিষ্কের ‘নিউরোলিঙ্ক’ ডিভাইসের সাহায্যে কিছু বানর ভিডিও গেমস খেলছে এবং মাউসের কার্সর নড়াচড়া করতে পারছে।