মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ

0
মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি আজ।

রবিবার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হবে।

এ মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠনের জন্য প্রথমে শুনানি করবে প্রসিকিউশন। এরপর আসামিপক্ষকে শুনবেন ট্রাইব্যুনাল।

যদিও ১৪ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন পলকের আইনজীবী লিটন আহমেদ। গত ৭ জানুয়ারি এ আবেদন করেন তিনি। এ ছাড়া পলাতক জয়ের পক্ষে লড়বেন সরকারি খরচে নিয়োগ পাওয়া (স্টেট ডিফেন্স) আইনজীবী মনজুর আলম।

ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় গত ১৭ ডিসেম্বর আইনজীবী মনজুর আলমকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে নিয়োগে দিয়েছেন ট্রাইব্যুনাল।

জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই আন্দোলন চলার সময় ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের হত্যার তথ্য আড়াল, হত্যাযজ্ঞে উসকানি, ষড়যন্ত্র ও সম্পৃক্ত থাকার মতো মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here