মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি বুলবুলি বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠণের সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান।
আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মীর মো. আশরাফ হোসেন, টাঙ্গাইল জেলা শাখার দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম’সহ ১২টি উপজেলার সভাপতি সম্পাদকবৃন্দ।