মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং, রিকশা চালকের ২ মাসের কারাদণ্ড

0

বরগুনার পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার এক ছাত্রীকে ইভটিজিং করায় আব্দুস সালাম (৩০) নামের এক রিকশা চালককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে সাড়ে পাঁচটায় দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার এ আদেশ দেন।

জানা গেছে, পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার এক শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে আসা যাওয়ার পথে নানা ধরনের কথা বলে উত্ত্যক্ত করে এবং প্রেমের প্রস্তাব দেয় সালাম। এছাড়াও রিকশায় উঠিয়ে হরিণঘাটা ইকোপার্কে বিনা ভাড়ায় ঘুরতে নেয়ার প্রস্তাব দেয়। বিষয়টি ঐ মাদ্রাসার ছাত্রী তার মাকে জানায়। এরপর মঙ্গলবার সকাল থেকে মাদ্রাসা এলাকায় অবস্থান নেয় ছাত্রীর মা। মাদ্রাসা ছুটির সময় ঐ রিকশা চালক মাদ্রাসার সামনে আসলে ঐ ছাত্রী তার মাকে দেখিয়ে দেয়। এরপর মাদ্রাসার শিক্ষকদের নিয়ে রিকশা চালককে আটকে রেখে পুলিশকে খবর দিয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাম অভিযোগের সত্যতা স্বীকার করে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল গোলদার সাংবাদিকদের বলেন, ইভটিজিংয়ের শিকার ঐ মাদ্রাসার ছাত্রীর অভিযোগের ভিত্তিতে আব্দুস সালামকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here