মাদ্রাসার সভাপতি হতে না পেরে অধ্যক্ষকে মারধর

0

সিরাজগঞ্জের কামারখন্দের পাইকশায় ম্যানেজিং কমিটির সভাপতি হতে না পেরে ইসলামনগর দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে মাদ্রাসার মাঠে পাইকশা এলাকার সেলিম রেজা নামে এক ব্যক্তি সন্ত্রাসী বাহিনী নিয়ে এ ঘটনা ঘটায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত অবস্থায় অধ্যক্ষ বজলুর রহমানকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, মঙ্গলবার বিকেলে মাদ্রাসায় একটি নিয়োগ নিয়ে ম্যানেজিং কমিটির বৈঠক আহ্বান করা হয়। বৈঠক শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় মাদ্রাসার মাঠেই সেলিম রেজা মোটরসাইকেল লাথি দিয়ে ফেলে দেয়। এতে আমি মাটিতে লুটিয়ে পড়ি। এসময় সেলিম রেজাসহ ৮/১০ জন ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে মারপিট শুরু করে। তাদের মারপিটে হাতের কব্জি ও হাটু ফেটে গেছে। এছাড়াও পিঠে স্ট্যাম্প দিয়ে পেটানোর কারনে পিঠের বিভিন্নস্থানে ফোলা জখম হয়েছে। এর আগেও সে আমাকে মারধর করেছিল। সে ঘটনায় মামলাও রয়েছে। আজকের মারপিটের ঘটনায় সুস্থ হবার পর মামলা দায়ের করা হবে। 

এ বিষয়ে অভিযুক্ত সেলিম রেজা বলেন, আমি ম্যানেজিং কমিটির সভাপতি হতে চেয়েছিলাম। কিন্তু হতে পারেনি। তাই এলাকার লোকজন আমার ছোট ভাইকে সভাপতি করার জন্য সিলেকশন করেছিল। কিন্তু মাদ্রাসা সুপার বজলুর রহমান স্থানীয় লোকজনের  সাথে কোনও পরামর্শ ছাড়া এমনকি স্থানীয় এলাকাবাসীকে তোয়াক্কা না করেই অন্য একজনকে সভাপতি করে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন করেছে। আবার এলাকার মানুষের সাথে কথা না বলেই মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার আয়োজন করেছে। এছাড়াও কোনও কিছু হলেও মামলার ভয় দেখায়। এমনকি একটি মামলাও দায়ের করেছে। এসব ঘটনা নিয়ে স্থানীয় ২০/২৫ ছেলে ক্ষুদ্ধ হয়ে অধ্যক্ষের সাথে কথাকাটি করার এক পর্যায়ে ধাক্কাধাক্কি করেছে। তবে কোন মারধরের ঘটনা ঘটেনি। 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে মারপিটের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহত অধ্যক্ষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here