২০১৩ সাল থেকে সংকটাপন্ন ভেনেজুয়েলাকে শাসন করছিলেন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। মার্কিন বাহিনী একটি অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া অ্যাডেলা ফ্লোরেসকে আটক করেছে। মাদুরোর গ্রেফতারির খবরে বিদেশে বসবাসরত ভেনেজুয়েলার নাগরিকরা আনন্দের উদযাপন করেছেন। আল জাজিরা এই তথ্য প্রকাশ করেছে।
দক্ষিণ আমেরিকার সান্তিয়াগো, লিমা, বুয়েনস আইরেস ও বোগোটা শহরে এই উদযাপন নজর কেড়েছে। এছাড়াও স্পেনের মাদ্রিদ এবং যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বড়সংখ্যক ভেনেজুয়েলার অংশ নেন এই আনন্দ উৎসবে।
চিলিতে থাকা খাতি ইয়ানেজ রইটার্সকে বলেছেন, ‘আমরা মুক্ত। স্বৈরতন্ত্রের অবসান হয়েছে এবং আমাদের দেশ এখন স্বাধীন, এটাই আমাদের আনন্দের কারণ।’ তার সঙ্গে থাকা সহবাসী জোসে গ্রেগোরিও যোগ করেছেন, ‘আমার খুশি অসীম। এত বছর লড়াইয়ের পর, আজই সেই দিন, আজ আমাদের স্বাধীনতার দিন।’
স্পেনে থাকা ৪ লক্ষ ভেনেজুয়েলারদের একজন আন্দ্রেস লোসাডা বলেন,’কারাকাসে মানুষ যা কাটাচ্ছে তা কঠিন, তবে আমি বিশ্বাস করি, এর বাইরে একটি আলো আছে যা আমাদের স্বাধীনতার দিকে নিয়ে যাবে।’
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) তথ্যমতে, ২০১৪ সাল থেকে প্রায় ৭.৭ মিলিয়ন ভেনেজুয়েলার, অর্থাৎ দেশের প্রায় ২০ শতাংশ মানুষ, দেশ ত্যাগ করেছেন।
সূত্র: আল জাজিরা

