মাদারীপুরে ১১ মামলার আসামি গ্রেফতার

0

মাদারীপুরে হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ ১১ মামলার আসামি আকাশ ফকিরকে (৩১) বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের পল্টু ফকিরের ছেলে আকাশ ফকির দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। বৃহস্পতিবার রাতে মাদারীপুর শহরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আকাশ ও তার সঙ্গীরা। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আকাশ ও তার এক সঙ্গীকে গ্রেফতার করে।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন জানান, তার বিরুদ্ধে মাদারীপুরে ডাকাতি, চুরি, মাদক ও মারামারিসহ ১০টি ও শরীয়তপুরে একটি হত্যা মামলা রয়েছে। আমরা তাকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here