মাদারীপুরে নছিমন (শ্যালো ইঞ্জিন চালিত থ্রি হুইলার) উল্টে মো. শাহীন (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নছিমন নিয়ে মাদারীপুর শহর থেকে মস্তফাপুর যাচ্ছিলেন চালক শাহীন। খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এলে হঠাৎ তার নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় তিনি নছিমনটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।