মাদারীপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় ভবতোষ সরকার (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয় আরো ২ জন। মঙ্গলবার বিকেলে উপজেলার মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের আছমত আলী খান ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। নিহত ভবতোষ সরকার উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া এলাকার নারায়ন সরকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভবতোষ তার দূর সম্পর্কের আত্মীয় শিশির সরকার ও রিপন চক্রবর্তীর সাথে মোটরসাইকেলে করে কালকিনি উপজেলার রাজারচর যাওয়ার জন্য বের হয়েছিলেন। তাদের মোটরসাইকেলটি আছমত আলী খান ব্রিজ এলাকায় আসলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে তাদের মোটরসাইকেলটি রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ভবতোষ ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া দুর্ঘটনায় শিশির সরকার ও রিপন চক্রবর্তী গুরুতর আহত হয়।