মাদারীপুরে শতাধিক এতিম শিক্ষার্থীদের আর্থিক অনুদান

0

ঈদের আনন্দ সবার সাথে উপভোগ করতে শতাধিক এতিম শিক্ষার্থীদের আর্থিক অনুদান দিয়ে পাশে থাকলেন স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউকে। শনিবার (২২ মার্চ) দুপুরে মাদারীপুরে আলহাজ নুর মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কয়েকটি এতিমখানার শিশুদের এ উপহার তুলে দেয়া হয়।
সহমর্মিতার হাত বাড়িয়ে স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন প্রতিবছরই এতিম শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবছর মাদারীপুরের কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান তুলে দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম।

বিশেষ অতিথি ছিলেন পখিরা দরবার শরীফের পীর মুফতি মাওলানা ইমরান বিন নূর, নিরাপদ চিকিৎসা চাই-এর মাদারীপুরের সভাপতি এ্যাড. মশিউর রহমান পারভেজ, পাশে আছি মাদারীপুর-এর প্রতিষ্ঠাতা বায়জীদ মিয়া, আদর্শ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসকান্দার আলী মাতুব্বর ও মানব কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক জিএম পলাশ। এসময় শতাধিক শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করা হয়। 
স্মার্ট মাদারীপুর ইউকে’র সভাপতি মাহফুজ রনি ও উপদেষ্টা মনিরুজ্জামান শরীফ আগামীতেও এভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার আশ্বাস দেনয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here