মাদারীপুরে ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই

0
মাদারীপুরে ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে গরু ব্যবসায়ীদের কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

বুধবার ভোর ৬টার দিকে বন্দরখোলা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই ব্যবসায়ীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবচরের পাঁচ্চর এলাকা থেকে গরু কিনতে পিকআপযোগে টেকেরহাট যাচ্ছিলেন ব্যবসায়ীরা। পথে আগে থেকে ওঁত পেতে থাকা একটি প্রাইভেটকার তাদের গাড়ি থামিয়ে দেয়। পরিস্থিতি বোঝার চেষ্টা করলে প্রাইভেটকারে থাকা চারজন ডাকাত এলোপাথারি কুপিয়ে দুই ব্যবসায়ীকে গুরুতর আহত করে এবং তাদের সঙ্গে থাকা ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।

আহতরা হলেন রাজন মোল্লা (৬০) ও আলাউদ্দিন দেওয়ান (৬৭)।

আহত রাজন মোল্লা বলেন, ‘আমরা ভেবেছিলাম প্রাইভেটকারটি নষ্ট হয়েছে। কাছে যেতেই চার ডাকাত হামলা করে টাকা লুট করে পালিয়ে যায়।’

শিবচর থানার ওসি রকিবুল হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আমরা তদন্ত করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here