মাদারীপুরে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

0

মাদারীপুর সদর উপজেলায় এডিপির অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। মাদারীপুর সদর উপজেলার ৩ নং করদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই স্কুল ড্রেস বিতরণ করা হয়। 

আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব প্রমুখ। সদর উপজেলা ১৫টি ইউনিয়নের ৬ হাজার শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে এই ড্রেস বিতরণ করা হবে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, আগামী তিন বছর মাদারীপুর সদর উপজেলার ১৫টি স্কুলের ছয় হাজার শিক্ষার্থীদের মাঝে এই স্কুলের ড্রেস বিতরণ করা হবে। এই কার্যক্রম আগামী তিন বছর চলমান থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ একটি মহৎ উদ্যোগ। এরকম উদ্যোগ শিক্ষাবিস্তারে ভূমিকা পালন করার পাশাপাশি শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করবে বলে আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here