মাদারীপুরের ডাসারে কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় ডাসারের খান্দুলী গ্রামে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডাসারের কাঠালতলী বাজারে কর্মসূচি পালন করে বিএনপি। এই কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপি ও ছাত্রলীগের দুই পক্ষের ১০ জন আহত হয়। ছাত্রলীগ নেতাদের আহতের ঘটনায় ডাসার থানায় মামলা হলে সেই মামলায় বিএনপি নেতা আনিসুর রহমান খোকনসহ ৪ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
জেলা বিএনপির সদস্য গাউসুর রহমান বলেন, বিএনপির সাবেক এমপি প্রার্থী খোকন তালুকদারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে ছাত্রলীগের লোকজন। আমরা তীব্র প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। কোন সমস্যা নেই। ছাত্রলীগের সমাবেশ চলাকালে কিছুটা উত্তেজনা ছিল।
উল্লেখ্য, মাদারীপুর-৩ আসন থেকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আনিসুর রহমান খোকন বিএনপির মনোনীত এমপি প্রার্থী ছিলেন। তিনি কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক।