অবশেষে নেত্রকোনার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মিজানুর রহমানের বদলির আদেশ হয়েছে মাদারীপুর জেলায়। নানা অনিয়মের কারণে এক বছরের কম সময়ের মধ্যেই তাকে বদলি করা হলো। ৩ এপ্রিল খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির আদেশ প্রত্রটি দেওয়া হয়। এর আগে তিনি গত বছরের ১৭ এপ্রিল নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
জানা গেছে, মিজানুর রহমানের বিরুদ্ধে সরকারি জিপ গাড়ি বিনা অনুমতিতে জেলার বাইরে নিয়ে ব্যক্তিগত আনন্দ ভ্রমণের কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ জানুয়ারি ময়মনসিংহের ত্রিশালে দুর্ঘটনার শিকার হয়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের অপর প্রান্তের একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন। নারী যাত্রী ৬ দিন চিকিৎসায় থেকে মারা যান। পরে ঘটনাটি টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি।
ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (আরসি ফুড) আবু নঈম মোহাম্মদ সফিউল আলম বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, আপাতত বদলির বিষয়টি সাধারণই মনে হচ্ছে। কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় যেকোনো কর্মকর্তাকে বদলি করতে পারে।
কেন বদলির আদেশ, জানতে চাইলে বদলিকৃত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, কেন হয়েছে আপনারাই খোঁজ নিয়ে দেখেন।