মাদারীপুরের কালনিকিতে প্রতিপক্ষের বোমা হামলায় মনির চৌকিদার (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মিয়ারহাট লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মনির একই এলাকার রশিদ চৌকিদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রশিদ চৌকিদারের ছেলে মনির সোমবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এই সময় ওতপেতে থাকা সন্ত্রাসীরা তাকে পেছন থেকে বোমা মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে মনিরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।