মাদারীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

0

মাদারীপুরের ইজিবাইক ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। এমসয় ইজিবাইকে থাকা আরও তিনজন যাত্রী আহত হয়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যার দিকে সদর উপজেলার মাদারীপুর-শরিয়াতপুর মহাসড়ক মটের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ট্রাকসহ চালককে হাতনাতে স্থানীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। নিহতরা হলেন- সদর উপজেলা চর খোয়াজপুর এলাকার মহাদেব দেবনাথ (৬৫) ও তার ছেলে মিঠুন দেবনাথ (১৬)।

এসময় আবুল হাওলাদার (৩৭) ও আলাওল ফকির (৩২), শফিক (২৪) নামের তিনজন যাত্রী আহত হন। এসময় ট্রাকসহ চালককে স্থানীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। 

মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here