মাদারীপুরে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

0

মাদারীপুরের ডাসারে সংঘবদ্ধ ব্যাটারিচালিত ভ্যান চোর চক্রের দুই সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

মঙ্গলবার (২৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করছেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম। 

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার উত্তর ডাসার গ্রামের ইস্রাফিল বেপারী (৩২) ও একই গ্রামের আরিফ হাওলাদার (৩০)।

জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্র ব্যাটারিচালিত ভ্যান, অটোরিকশা, মটরসাইকেল, বৈদ্যুতিক মটরসহ বসত বাড়িতে চুরি করে আসছে।

এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলামবলেন, ব্যাটারিচালিত ভ্যান চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here