মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

0

বরগুনার বামনা থানা পুলিশ আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলাম জোমাদ্দারকে(৩৫) গ্রেফতার করেছে। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আলম বলেন, ২০১৮ সালে বামনার পূর্বলক্ষীপুরা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে নুরুল ইসলাম জোমাদ্দারকে ২৮৫ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ আদালতে সোপর্দ করে। জামিনে মুক্তি পেয়ে সে আত্মগোপন করে। তার অনুপস্থিতিতে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। নুরুল ইসলাম আদালতে আত্মসমর্পণ না করে আত্মগোপন করে।

মঙ্গলবার বামনা আর মঠবাড়িয়া উপজেলার বামনা সীমানার লক্ষীপুরা গ্রাম থেকে গ্রেফতার করে বামনা থানা পুলিশ। ওসি বশির আলম বলেন, আগামীকাল বুধবার গ্রেফতারকৃত নুরুল ইসলাম জোমাদ্দারকে আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here