টাঙ্গাইলে মাদক মামলায় লিপি বেগম (৩৭) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জারিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোস্তফা শাহারিয়ার খান এ রায় দেন।